Wellcome to National Portal
Main Comtent Skiped

উপজেলা সমবায় কার্যালয়, শাহজাদপুর সিরাজগঞ্জ এর তথ্য বাতায়নে স্বাগতম।


এক নজরে উপজেলা সমবায় কার্যালয়,শাহজাদপুর,সিরাজগঞ্জ।

ক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগাধীন সমবায় অধিদপ্তরের উপজেলা পর্যায়ের একটি অফিস। এ অফিসের অধীনে সিরাজগঞ্জ উপজেলায় নিবন্ধিত মোট সমবায় সমিতির সংখ্যা ৩৭৭ টি। নিবন্ধিত এসব সমবায় সমিতিতে প্রায় ১৮১৪০ জন সদস্য রয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের পরিসংখ্যান অনুযায়ী নিবন্ধিত এসব সমবায় সমিতির শেয়ার মূলধন ২৫৮.৩১ লক্ষ টাকা, সঞ্চয় ৭২৩.৫৯ লক্ষ টাকা ও কার্যকরী মূলধনের পরিমাণ ১০২৯৬.৭৬ লক্ষ টাকা। নিবন্ধিত এসব সমবায় সমিতি থেকে ২০২১-২০২২ অর্থ বছরে অডিট ফি বাবদ 2.24 লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। পাশাপাশি সমবায়ীদের প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থায়নের লক্ষ্যে সমবায় উন্নয়ন তহবিলে 1.64 লক্ষ টাকা আদায় করা হয়েছে। বিগত অর্থ বছরে এ উপজেলা হতে ৫০ জন সবমায়ীকে ভ্রাম্যমাণ প্রদান করা হয়েছে ১২ জন মহিলা প্রশিক্ষনার্থীকে স্থানীয় চাহিদার ভিত্তিতে রাজস্ব বাজেটের আওতায় আইজিএ প্রশিক্ষন প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে সমবায়ীরা আয়বর্ধনমূলক কাজে সম্পৃক্ত হয়েছে এবং সফলতা বৃদ্ধি পাচ্ছে।


এক নজরে উপজেলা অফিস


নাম

বাংলা

উপজেলা সমবায় অফিস

ইংরেজি

Upazila Co-operative Office

সংক্ষিপ্ত

UCO

অফিস প্রধানের পদবি

উপজেলা সমবায় কর্মকর্তা

জনবল

০৫ জন