Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা সমবায় কার্যালয়, শাহজাদপুর সিরাজগঞ্জ এর তথ্য বাতায়নে স্বাগতম।


শিরোনাম
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৫ নভেম্বর শনিবার, উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর, শাহাজপুর, সিরাজগঞ্জ এর যৌথ উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
বিস্তারিত

উপজেলা সমবায় কার্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ কর্তৃক ৫১তম জাতীয়

সমবায় দিবস-২০২২খ্রিঃ উৎযাপনের প্রতিবেদন।


“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজাদপুর ৫১ তম জাতীয় সমবায় দিবস/২২খ্রিঃ যথাযোগ্য মর্যাদার সহিত উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর, শাহজাদপুর, সিরাজগঞ্জ এর যৌথ উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে এক আলোচনা সভা গত ০৫ নভেম্বর রোজ শনিবার সকাল ১০:০০ টায় শহীদ স্মৃতি মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির অনুপস্থিতিতে তাঁর দ্বায়িত্ব পালন করেন  বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব সাদিয়া আফরিন, উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ। বক্তব্য রাখেন জনাব মোঃ লিয়াকত আলী, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ সমবায়ী জনাব মোঃ নওশের আলী, প্রাক্তন সাধারণ সম্পাদক, বাঘাবাড়ী ঘাট ট্যাংকলরী পরিবহন শ্রমিক সমবায় সমিতি লিঃ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। ৫১তম জাতীয় সমবায় দিবসের উপর শুভেচ্ছা বক্তব্য রাখেন, জনাব মোঃ মারুফ হোসেন, উপজেলা সমবায় অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আলোচনা শেষে শ্রেষ্ঠ সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দিয়ে উপস্থিত সকলে ধন্যবাদ জানিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবসের সমাপ্তি ঘোষণা করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/10/2022
আর্কাইভ তারিখ
30/11/2022